Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

’ওয়াচক্যাট’- একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার



অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেকজনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্যজনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়্যার ‘ওয়াচক্যাট’ চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্রাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে। এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেম এবং ওয়েবপেজও লুকিয়ে রাখা যাবে।কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে। পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে।আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রামই দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। প্রয়োজনে পাসওয়াড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে।147 কিলোবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের অংশে ক্লিক করুন.....ধন্যবাদ!!













Your Ad Here




0 comments :

'জিমেইল নোটিফায়ার'





'জিমেইল নোটিফায়ার' এমন একটি সফটওয়্যার যার মা্ধ্যমে আপনি আপনার জিমেইলের সাথে সবসময় সংযুক্ত থাকতে পারেন। অর্থাৎ এই সফটওয়্যারটি ইনস্টল করলে আপনার সিস্টেম ট্রেতে একটি ম্যাসেজের মতো আইকন দেখাবে যদি কোন নতুন ইমেইল আসে তাহলে সেটি বন্ধ আইকন দেখাবে।কোন ব্রাউজার ছাড়াই এটি আপনার নতুন ইমেইলের সাবজেক্ট, ম্যাসেজ প্রেরণকারীর নামও দেখাবে।নিচে লিংক থেকে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।ধন্যবাদ!!













0 comments :

মজার একটি গেমস্ ’মোস্তাফা’ (ক্যাডিলিকাস্ এন্ড ডাইনোসরস্)



গেমটি সবার কাছেই পরিচিত।আমরা সবাই গেমসটি বাইরে গেমস্-এর দোকানে গিয়ে খেলি।এখন আপনি নিজের ঘরে বসেই গেমসটি খেলতে পারেন।আর এজন্য আপনাকে 13 মেগাবাইটের ফাইলটি নিচে থেকে ডাউনলোড করতে হবে।গেমসটির অনেকগুলো পার্ট আছে।






0 comments :

’এভাস্ট এ্যান্টিভাইরাস্’ ভার্সন-7 ডাউনলোড করুন!!



ডাউনলোড করুন এভাস্ট এ্যান্টিভাইরাস্ ভার্সন-7 এই এ্যান্টিভাইরাস্ দিয়ে কম্পিউটারের জটিল সব ভাইরাস স্ক্যান করে ডিলিট করা যায়।এটি দিয়ে স্পাইওয়্যারের সমস্যারও সমাধান করা যায়।কম্পিউটারের সবচেয়ে ভয়ংকর একটি ভাইরাস হচ্ছে ট্রোজান ভাইরাস্ এই সফটওয়্যাইটি দিয়ে ডিলিট করা যায়।একবছরের ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগও থাকছে।











0 comments :

‘টকিং টম’ পার্ট-২ ডাউনলোড করুন!!



’টকিং টম’পার্ট-২ এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতে পারেন।আপনি সফটওয়্যারটি চালু করে যা বলবেন ঠিক সেই কথাটিই আপনাকে বলে শুনাবে! আবার এর মাথায় হাত দিলে মাটি লুটিয়ে পড়বে, পায়ে হাত দিলে জোড়ে চিৎকার করবে, লেজ-এ হাত দিলে মিউ মিউ করবে।আরও একটি অপশন রয়েছে এই সফটওয়্যারের, সেটি হচ্ছে এটি এটি ‘বেন ডগের’ভয়ে উপরে রাখা ঝারবাতিতে ঝুলে থাকে।এই সফটওয়্যারটি শুধুমাত্র এন্ড্রয়েড অপারের্টিং সিস্টেম্ চালিত মোবইলে সমর্থন করবে।এন্ড্রয়েড 2.1+ ভার্সন। এটি ডাউনলোড করার জন্য নিচের অংশে ক্লিক করুন।ধন্যবাদ!!















0 comments :

সহজেই মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখুন



সাধারণত মোবাইলে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করলে ফন্ট দেখায় না।মোবাইলে অপেরা মিনি ইনস্টল করে নিন। এবার অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করুন এবং এড্রেসবারে about:config টাইপ করে ওকে করুন। এখন বেশকিছু অপশন সম্বলিত একটা পাতা দেখতে পাবেন। নিচের দিকে User bitmap fonts for complex scripts অপশনের No আছে, সেটি পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন। ব্যাস এবার ইউনিকোড(বাংলা ওয়েবসাইট) সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে।আপনার মোবাইল সমর্থিত ভার্সনটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন। ধন্যবাদ!!













0 comments :

ভাইরাসের কারণে পেনড্রাইভের লুকানো ফাইল দেখার টিপস্


অনেক সময় দেখা যায়, পেনড্রাইভে ভাইরাসের আক্রমণের ফলে পেনড্রাইভের ফাইল আর দেখা যায় না। কিন্তু ফাইলগুলো পেনড্রাইভের জায়গা দখল করে রাখে। সেই লুকানো ফাইলগুলো দেখার জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ টিক চিহ্ন দিয়ে ok ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করুন। এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করুন। এখন Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions. ও Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত (হিডেন) অবস্থায় দেখা যাচ্ছে। এই পদ্ধতিটি উইন্ডোজ এক্সপির জন্য বলা হয়েছে।
পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পরপর দুইবার Next-এ ক্লিক করে দেখবেন আনজিপ হয়ে গেছে।



0 comments :

স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলুন কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইলগুলো

অপ্রয়োজনীয় জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারণত Start/Run-এ গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি। কিন্তু আপনি ইচ্ছা করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন। এ জন্য প্রথমে My computer-এ যান, এবার আপনার হার্ডড্রাইভে যান। এখানে কোনো ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document-এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন del C:\Windows\Prefetch\*.* /Q .এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে। সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন। লক্ষ করে দেখুন, একটি Batch file তৈরি হয়েছে। এবার থেকে এই Batch file-এ Double click দিলেই Prefetch ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।




0 comments :

ডাউনলোড করুন গুগল ডেস্কটপ!!



গুগল ডেস্কটপ শুধুমা্ত্র আপনার কম্পিউটারকে সাহায্য করে না, এটি আপনার কম্পিউটারে নতুন নতুন ইনফরমেশন যোগ করার পাশাপাশি ডেস্কটপে গেজেট ও সাইডবার দেখায়। গেজেটস্ আপনার কম্পিউটারের ডেস্কটপের যেকোন জায়গায় ফিট করতে পারেন.এটি নতুন ইমেইল , আবহা্ওয়ার তথ্য, ছবি, পারসোনালাইজড্ খবর এবং আরও অনেক কিছু দেখায়। সাইডবার হচ্ছে লম্বালম্বিভাবে আপনার ডেস্কটপে গেজেটগুলো রাখতে সাহায্য করে।



অন্যন্যা ফিচারসমূহ:

দ্রুত সার্চ বক্স

স্মার্ট ইন্ডেক্সিং

মাল্টিপল ফাইল টাইপস্

ডেস্কবার এন্ড ফ্লোটিং ডেস্কবার

লক সার্চ

মাইক্রোসফট আউটলুক ইন্টেরোগেশন

আর এটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে





0 comments :