Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

পিসি পুনরায় চালু হওয়া বন্ধ করা টিপস


নানা কারণে পিসি পুনরায় চালু (রিস্টার্ট) হতে পারে। এর মধ্যে যেসব কারণ রয়েছে, সেগুলো ঠিক করার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অপারেটিং সিস্টেমের জটিলতা: অনেক সময় অপারেটিং সিস্টেমে জটিলতা দেখা দিলে বা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে পিসি রিস্টার্ট হয়। উইন্ডোজের ডিফল্ট সিস্টেমে অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা হলে পিসি রিস্টার্ট নেয়। ডিফল্ট সিস্টেম বন্ধ করতে মাই কম্পিউটারে ডান ক্লিক করে propertise থেকে Advanced tab/Startup and Recovery/Settings অপশনে যান। এখন System Failure অপশনের অন্তর্গত Automatically Restart অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে Ok করুন।
ভাইরাসের আক্রমণ: বিভিন্ন ধরনের ভাইরাসের কারণেও পিসি রিস্টার্ট নিতে পারে। এ জন্য পিসিতে সব সময় হালনাগাদ (আপডেট) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নিয়মিত রুটিন করে পিসি স্ক্যান করুন।
হার্ডওয়্যারের সমস্যা: নতুন কোনো হার্ডওয়্যার সংযুক্ত করলে এবং সেটি পিসির সঙ্গে অসামঞ্জস্য হলে এ সমস্যা দেখা দিতে পারে। পুরোনো হার্ডওয়্যারের সংযোগে ত্রুটি দেখা দিলে পিসি অহেতুক রিস্টার্ট নিতে পারে। এ জন্য হার্ডওয়্যারের সংযোগস্থল চেক করে দেখুন, ঠিক আছে কি না।
নতুন প্রোগ্রাম ইনস্টলের কারণে: অনেক সময় কিছু সফটওয়্যার, গেমস ইনস্টল করার কারণে পিসি রিস্টার্ট নেয়। আপনার পিসির কনফিগারেশনের সঙ্গে যদি কাঙ্ক্ষিত সফটওয়্যার, গেমস সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে এ সমস্যা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে প্রোগ্রাম ইনস্টল করুন।
হার্ডডিস্কের ত্রুটি: হার্ডডিস্কে ত্রুটিপূর্ণ সমস্যা দেখা দিলে পিসি রিস্টার্ট নিতে পারে। ত্রুটির কারণে হার্ডডিস্ক ডেটা রিড করতে পারে না। এর ফলে পিসি হ্যাং অথবা রিস্টার্ট হতে পারে। এ জন্য হার্ডডিস্ক স্ক্যান করে ত্রুটিপূর্ণ স্থান (ব্যাড সেক্টর) চিহ্নিত করতে পারেন।ধন্যবাদ!!




0 comments :

নিরাপদে ইন্টারনেটে প্রাইভেট ব্রাউজিং করুন!!


আপনি চাইলেই যেকোনো কম্পিউটারে, যেকোনো ওয়েব ব্রাউজারে প্রাইভেট ব্রাউজিং করতে পারেন খুব সহজেই। মোজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে এ জন্য ব্রাউজার খুলে Ctrl+Shift+P একসঙ্গে চেপে ধরতে হবে। তাহলে নতুন উইন্ডো আসবে। সেখান থেকে Start Private Browsing সিলেক্ট করে দিলেই হবে। তবে মনে রাখবেন, প্রাইভেট ব্রাউজিং সিলেক্ট করে দেওয়া মাত্র ফায়ারফক্সের আগের উইন্ডো বন্ধ হয়ে নতুন উইন্ডো খুলে যাবে।
গুগল ক্রোমের ক্ষেত্রে একসঙ্গে Ctrl+Shift+N চাপতে হবে অথবা wrench বাটনে চাপতে হবে। এবার New Incognito Window সিলেক্ট করে দিতে হবে। তাহলে প্রাইভেট ব্রাউজিংয়ের জন্য নতুন উইন্ডো খুলবে। আর মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য একসঙ্গে Ctrl+Shift+P চেপে ধরুন। এবার সিলেক্ট করে দিন। তাহলেই নতুন উইন্ডো খুলবে প্রাইভেট ব্রাউজিংয়ের জন্য।ধন্যবাদ!!




0 comments :

ডাউনলোড করুন স্কাইপি!



কম্পিউটারের মাধ্যমে বর্তমানে আমরা চ্যাটিং করতে পছন্দ করি। আর এটি যদি হয় ভয়েস চ্যাট এবং ভিডিও চ্যাট, তাহলে তো সেটি হয় আরও মজার ব্যাপার।কেননা স্কাইপির এই ভার্সন দিয়ে আপনি ফেসবুকেও চ্যাট করার পাশাপাশি আপনার ওয়ালও দেখতে পারেন।এমকি স্ট্যাটাসও লিখতে পারেন।এমনকি এটি ব্যবহার করে যেকোন ফাইল সেন্ড অথবা রিসিভ করতে পারেন।আর এই সফটওয়্যারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি দিয়ে চ্যাট করার পর যেখান থেকে আপনি সর্বশেষ চ্যাট করেছিলেন, পরবর্তীতে সেখান থেকেই চ্যাট শুরু করতে পারেন। এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে






0 comments :

ডাউনলোড করুন বিজয় বায়ান্নো (Bijoy Bayanno) ২০১১


আপনি কি উইন্ডোজ সেভেনে সহজেই বাংলা দেখতে চান?আপনি কি মাইক্রোসফট অফিস ২০১০-এ বাংলা ফন্ট ব্যবহার করতে চান?আপনার আগের বিজয় ভার্সনটি এখন আর কাজ করছে না?আপনাদের এই সমস্যার সমাধান করতে পিসি হেল্প আপনাদের জন্য বিজয় বায়ান্নো ২০১১ ফ্রি ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছে। আর সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে আর এর এ্যাকটিভেশন ’কী’ পাবেন এই লিংক থেকে http://keywards.blogspot.com






1 comments :

’কী’ ছাড়াই উইন্ডোজ সেভেন সেটআপ করুন!!



উইন্ডোজ সেভেন সেটআপ দিয়েছেন? একমাসের ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেছে?উইন্ডোজ স্টার্টআপের সময় উইন্ডোজ একটিভেশনের ম্যাসেজ আসে? আপনার কম্পিউটারের ডেস্কটপের নিচে ডার কোনায় উইন্ডোজ নট জিনুইন লেখা আসছে? আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে? ট্রায়াল শেষ হয়ে যাবার পর আর কোন ‘কী’নিচ্ছে না? আবার সেটআপ করার কথা চিন্তা করছেন? আর আপনাকে নতুন করে উইন্ডোজ সেভেন সেটআপ করতে হবে না।কারণ,উইন্ডোজ সেভেন একটিভেট করার জন্য একটিভেশন ‘কী’আর দরকার নেই। শুধুমাত্র একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে আপনি উইন্ডোজ সেভেন সেটআপ করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। তারপর ডেস্কটপ শর্টকার্ট থেকে সফটওয়্যারটি চালু করে ‘Use the default loader (v0.91)’ সিলেক্ট করে ইনস্টল বাটনে ক্লিক করুন। কয়েক মিনিট অপেক্ষা করুন...... কিছুক্ষন পর কম্পিউটার রিস্টার্ট নিবে। ব্যস হয়ে গেলো!! আপনার উইন্ডোজটি আসলেই একটিভেট হয়েছে কিনা তা আপনি নিজেই দেখতে পারেন, আর এজন্য ‘My Computer’-এর উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন তারপর ‘Properties’-এ ক্লিক করুন। ধন্যবাদ!!

সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে....






0 comments :

উইন্ডোজ সেটআপ করুন পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মাধ্যমে!!



আমাদের অনেকেই বর্তমানে নেটবুক ব্যবহার করে থাকি, আবার অনেক সময়ই সিডি অথবা ডিভিডি ড্রাইভ নষ্ট হওয়ার কারণে উইন্ডোজ সেটআপ দেওয়া সম্ভব হয় না।এ অবস্থায় উইন্ডোজ সেটআপ দেওয়া অসম্ভব একটা ব্যাপার হয়ে দাড়ায়! আর সে কারণেই আপনাদের জন্য এই টিপসের ব্যবস্থা করা হয়েছে।আর এর জন্য দরকার উইন্ডোজ সিডি অথবা ডিভিডি সাথে একটি ৪ জিবি (গিগাবাইট)-এর একটি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড এবং ছোট্ট একটি সফটওয়্যার যেটি নিচের থেকে ডাউনলোড করতে পারবেন।ব্যস, এখন শুধু দরকার টিপসের।যা নিম্নে দেওয়া হলো:



১/ প্রথমে ডাউনলোডকৃত সফটওয়্যারটি ইনস্টল করুন,



২/ দ্বিতীয়ত, আপনার উইন্ডোজের ডিভিডি অথবা সিডিটি রম-এ ঢুকান,



৩/ এরপর উইন্ডোজের ডিভিডি অথবা সিডিটি থেকে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভে অথবা মেমোরি কার্ডে ঢুকান,



৪/ তারপর ইনস্টলকৃত সফটওয়্যারটি চালু করে উইন্ডোজ উইজার্ড থেকে উইন্ডোজ ফাইল পাথে ক্লিক করে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড সিলেক্ট করে ওকে করুন, এবং অপেক্ষা করুন,



৫/ একটু পরেই দেখবেন, আপনার পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের আইকনটি পরিবর্তন হয়ে উইন্ডোজ সিডি অথবা ডিভিডির আইকনে রুপান্তরিত হয়েছে।



৬/ তারপর, নিয়মিত অনুযায়ী কম্পিউটার বুট করে উইন্ডোজ সেটআপ করুন।ধন্যবাদ!!!








0 comments :

ফেসবুকের কিছু শর্টকার্ট ‘কি’ (টিপস্ এন্ড ট্রিকস্)


ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা করে যাচ্ছে...আর তাই ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে তারা ফেসবুক ব্যবহারকারীদের আরেকটি সুবিধা যোগ করেছে।ফেসবুক শর্টকার্ট ‘কি’..যার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী মাউসের কোন প্রকার সাহায্য ছাড়াই ফেইসবুক চালাতে পারবে।এই শর্টকার্ট ‘কি’ সমূহ উপরোক্ত ইমেজে তুলে ধরা হয়েছে।ধন্যবাদ!!




0 comments :

ডাউনলোড করুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.১১ বিল্ড ৮



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার () হচ্ছে একটি টুল যা আপনার ডাউনলোডের গতি ৫ গুণ বৃদ্ধি করে।আর এটি আগের ভার্সনের চেয়ে আরও অধিক গতির ডাউনলোডের জন্য কার্যকরী।এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরোর রিকভারি করতে পারে এটি। এমনকি আগের বন্ধ হয়ে যা্ওয়া ডাউনলোড পুনরায় চালু করতে সক্ষম এটি।আবার,ইন্টারনেটের কানেকশনের বিঘ্ন ঘটার কারণে, নেটওয়ার্ক-এর সমস্যার কারণে, কম্পিউটার শাটডাউন হওয়ার কারণে ডাউনলোডে বিঘ্ন ঘটলেও,এটি পুনরায় ডাউনলোড চালু করতে সক্ষম।আর এর গ্রাফিকস্ ইন্টারফেসও আগের চেয়ে অনেক আকর্ষনীয় করে তোলা হয়েছে।এটি ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন!!............................ ধন্যবাদ!!





0 comments :