Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

মাইক্রোসফটের ’ইন্টারনেট এক্সপ্লোরার ১০’


মাইক্রোসফট উইন্ডোজের প্রচলিত সব অপারেটিং সিস্টেমে ব্যবহারোপযোগী নতুন ব্রাউজার 'ইন্টারনেট এক্সপ্লোরার ১০' ছাড়ল মাইক্রোসফট। এত দিন শুধু উইন্ডোজ ৮-এ ব্রাউজারটি ব্যবহার করা যেত।
জানা গেছে, এটি পুরনো সংস্করণের তুলনায় ২০ শতাংশ বেশি গতিতে ফাইল ডাউনলোডের সুযোগ দেবে। সংযোজন করা হয়েছে কিছু টাচস্ক্রিন কমান্ডও। ব্রাউজারটি ডেস্কটপ, ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেটেও ব্যবহার করা যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!













0 comments :

ফেসবুকের সাথে থাকুন সবসময়!- জেনে নিন কিভাবে!


সামাজিক নেটওয়ার্কগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক। ফেসবুকে আমরা প্রায় সবসময়ই অনলাইনে থাকি। কিন্তু আমাদের অনেক সময় একই ব্রাউজারে ফেসবুকের পাশাপাশি অন্য আরেকটি সাইটে ব্রাউজ করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা ফেসবুকের অনলাইন লিষ্টের পাশাপাশি অন্য সাইট ব্রাউজ করতে পারি। আর এ কাজটি সহজেই করতে পারি ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করে। যার নাম ‘হু ইজ লাইভ’, এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি অন্য সাইট ব্রাউজ করার সময় আপনার কোন ফেসবুক বন্ধু অনলাইনে আছেন তা দেখার পাশাপাশি চ্যাটও করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!




0 comments :

আপনার পিসি’তে নিমবাজ ব্যবহার করুন !

    
 ইন্টারনেট ব্যবহার করে মোবাইল থেকে মোবাইলে কথা বলার বেশ কিছু সফটওয়্যার রয়েছে। এগুলোর মধ্যে মানসম্পন্ন সফটওয়্যার আছে হাতে গোনা কয়েকটি। এর মধ্যে 'নিমবাজ' একটি। নিমবাজ ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মোবাইলে এবং মোবাইল থেকে মোবাইলে (শুধু নিমবাজ থেকে নিমবাজে) বিনা মূল্যে কথা বলা যায়। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিমবাজ সিমবিয়ান তৃতীয় এবং পঞ্চম সংস্করণের স্মার্টফোনে সমর্থন করে। এ জন্য নিচে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। এরপর  সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করুন। তারপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এখানে যার সঙ্গে কথা বলতে চান তার ইউজার নেইম যুক্ত করে নিতে হবে। এরপর অনলাইন ফ্রেন্ডদের দেখতে পাবেন ব্যবহারকারী। সেখান থেকে যেকোনো ব্যবহারকারীকে কল করা যাবে। ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও কলও করা যাবে। ধন্যবাদ!














0 comments :

স্নু-কার পুল গেমস্- একটি জনপ্রিয় খেলা


স্নু-কার খেলার সাথে আমরা প্রায়ই সকলেই পরিচিত। এই খেলাটি অনেকটা ক্যারাম খেলার মত। আর যদি এই খেলাটি যদি মোবাইলে খেলা যায়, তবে আর কথাই নেই। হ্যাঁ, আজ আপনাদের জন্য এমন একটি গেমস্ নিয়ে এসেছি যা সকল বয়সের মানুষই পছন্দ করে। আপনি যদি এ্যান্ড্রয়েড ওএস ভিত্তিক মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে গেমটি আপনার জন্য। এর স্ক্রিন রেজ্যুলেশন খু্বই চমৎকার। আর এর আরেকটি েবৈশিষ্ট্য হচ্ছে টাচ্ বাটন যেগুলো ব্যবহার করে আপনি ফ্রি ভিউ, হ্যান্ড টাচ্, স্টিক ইত্যাদি কাজগুলো করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!











0 comments :

ডাউনলোড করুন অ্যাপলের আইটিউনস্


আইটিউনস্ একটি জনপ্রিয় মাল্টিমিডিয়া সফটওয়্যার । িএটি ব্যবহার করে আপনি সহজেই গান, ভিডিও দেখতে পারবেন। এটি অ্যাপলের সফটওয়্যার। এটি ব্যবহার করে আপনার প্রিয় গান, ভিডিওগুলো সহজেই সিংক্রোনাইজড করতে পারবেন আপনার অ্যাপল আইপড ও আইপ্যাডে। আপনার গানগুলো সহজেই প্লে-লিস্টে অরগানাইজ করতে পারেন। গান অথবা ভিডিও ফাইলের ইনফরমেশনগুলো ইডিট করতে পারেন। ফাইল কপিও করতে পারেন আইপড অথবা অন্যান্য ডিজিটাল মিডিয়াতেও। আবার গান অথবা ভিডিও ইন্টারনেট থেকে সহজেই ক্রয় করতে পারবেন। ভিজ্যুয়ালইজারের মাধ্যমে এর ইফেক্টও দেখায় এটি। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!

















0 comments :

সহজেই টাইপিং স্পীড বাড়ান!

আজকাল আমাদের অনেকেরই বাসায় অথবা অফিসে কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটারে অনেক কাজই করে থাকি। কিন্তু, কম্পিউটার ব্যবহারকারীর সবচেয়ে প্রয়োজনীয় কাজটিই হচ্ছে ‘টাইপিং’, কারণ, টাইপিং ছাড়া কম্পিউটারের কার্যকারীতা পাওয়া যায় না। কিন্তু আমাদের সবার  টাইপিং স্পীড এক না।কেউ দ্রুত টাইপ করতে পারে, আবার কেউ ধীর গতিতে। আপনি যদি ধীর গতির টাইপকে দ্রুত গতিতে রুপান্তর করতে চান তাহলে আপনি ‘টাইপিং মাস্টার’ নামক সফটওয়্যারটি ব্যবহার করে আপনার টাইপিং স্পীড বাড়াতে পারেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি জানতে পারবেন- প্রতি মিনিটে আপনার টাইপিং স্পীড, আবার ওয়ার্ডভিত্তিক টেস্ট করার সুবিধা আছে এই সফটওয়্যারটিতে। আবার নির্দিষ্ট কিছু প্যারা দেয়া আছে যার মাধ্যমে সহজেই টাইপিং স্পীড বাড়াতে সাহায্য করে।
কী দিয়ে এ্যাক্টিভেশন করে নিলে টাইপিং-এর আরো অনেক সুবিধা পাওয়া যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!














0 comments :