Olive Office: অফিস ডকুমেন্ট তৈরী করার চমৎকার একটি অ্যাপ!
Android ফোন সব ধরনের ধারনা বদলে দিচ্ছে দিনকে দিন। এটি Widnows PC-গুলোর বিকল্প হিসেবেও অনেকটা কাজ করছে। কারণ, Windows PC’র এমন কোন Software নেই যেগুলো উইন্ডোজের জন্য তৈরী করা হয়নি। Windows PC-র এমন কোন ব্যবহারকারী নেই যারা Microsoft Office ব্যবহার করেনি। অনেকে আবার ওই ফাইলগুলো Android ফোনে তার উপযোগী App-র সাহায্য নিয়ে Document-টি পড়তে পারেন। কিন্তু, এখন আর শুধু পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। লেখাও যাবে, যাবে বিভিন্ন Format তৈরী করাও। তবে এজন্য প্রয়োজন ‘Olive Office’ নামক একটি অ্যাপ। App-টি দিয়ে:-
১. সহজেই MS Office, Excel, Powerpoint ফাইল পড়া যাবে,
২. এটি PDF ফাইলও পড়তে পারে,
৩. ফাইল রাইট করা যাবে MS Office-র তিনটি ফরম্যাটেই,
৪. সহজেই ফাইল রাইট করার জন্য রয়েছে টেমপ্লেট যেমন: Resume, Letter ইত্যাদি।
রয়েছে আরও অনেক সুবিধা যা সংক্ষেপে আমরা তুলে ধরলাম।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :